সুন্দরবনের ২৭ দস্যুর আত্নসমর্পন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:১৭ পিএম, রোববার, ১ এপ্রিল ২০১৮ | ৮৯১

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য সুন্দরবনের তিনটি দস্যু বাহিনীর প্রধান সহ ২৭জন বনদস্যু ২৮টি আগ্নেয়াস্ত্র ও গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্নসমর্পন করে।

আজ ১ এপ্রিল রোববার দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে খুলনাস্থ র‌্যাব ৬ এর কমান্ডার খন্দকার রফিকুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অতিথিদের মধ্যে ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি ডা, মোজাম্মেল হোসেন, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল, র‌্যাবের মহা-পরিচালক বেনজীর আহমেদ, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিঞা, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমূখ।


আত্নসমর্পনকারীরা হলো “ডন বাহিনীর’’ সদস্য (১) মোঃ মেহেদী হাসান (৩২), পিতাঃ মোঃ এমদাদুল হক, সাং-পালপাড়া (ইসলামবাগ), থানাঃ দৌলতপুর, জেলাঃ খুলনা (২) জয়দেব মন্ডল(৩৫), পিতাঃ দেবদাস মন্ডল, সাং- কাকমারী, থানাঃ ডুমুরিয়া, জেলাঃ খুলনা (৩) মোঃ খলিলুর রহমান(৪৫), পিতাঃ মৃতঃ মালেক মল্লিক, সাং- মুন্সিগঞ্জ, থানাঃ শ্যামনগর, জেলাঃ সাতীরা (৪) মোঃ সাইফুল্লা (২৯), পিতাঃ মৃতঃ আঃ আজিজ, সাং- বিরাশি, থানাঃ পাইকগাছা, জেলাঃ খুলনা (৫) মোঃ আবুল হোসেন ইসলাম(২৬), পিতাঃ মোঃ কাশেম গাজী, সাং- লীখালী, থানাঃ শ্যামনগর, জেলাঃ সাতীরা (৬) মোঃ আজিজুর ইসলাম(২৭), পিতাঃ মোঃ লিয়াকত গাজী, সাং- ৯নং শরা, থানাঃ শ্যামনগর, জেলাঃ সাতীরা (৭) শ্রী জয়ন্ত বিশ্বাস(৩০), পিতাঃ শ্রী শীপ পদ বিশ্বাস, সাং- খলসিবুনিয়া, থানাঃ বটিয়াঘাটা, জেলাঃ খুলনা (৮) মোঃ শাহজাহান(৪২), পিতাঃ মৃতঃ বেলায়েত মল্লিক, সাং- মুন্সিগঞ্জ, থানাঃ শ্যামনগর, জেলাঃ সাতক্ষীরা (৯) মোঃ আব্দুর রহমান শেখ (২৮), পিতাঃ মোঃ রেজাউল শেখ, সাং- আমভিটা, থানাঃ ডুমুরিয়া, জেলাঃ খুলনা (১০) মোঃ মাহমুদুল হাসান(২৬), পিতাঃ মোঃ নজরুল গাজী, সাং- ৯নং শরা, থানাঃ শ্যামনগর, জেলাঃ সাতীরা।


“ছোট জাহাঙ্গীর বাহিনীর’’ জলদস্যু (১) মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), পিতাঃ মৃতঃ ইজার উদ্দিন শেখ, সাং- সুতারখালী কালাবগী, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনা, (২) মোঃ কবির সুলতান(৫৫), পিতাঃ মৃতঃ নিহাল উদ্দিন শেখ, সাং- ভান্ডারখোলা, থানাঃ কচুয়া, জেলাঃ বাগেরহাট (৩) মোঃ মনিরুল শেখ(৩৩), পিতাঃ মোঃ রহিম শেখ, সাং- শ্রীরামপুর, থানাঃ কয়রা, জেলাঃ খুলনা, (৪) মোঃ শহিদুল শেখ(৩২), পিতাঃ মৃতঃ নিহাল উদ্দিন শেখ, সাং- ভান্ডারখোলা, থানাঃ কচুয়া, জেলাঃ বাগেরহাট, (৫) মোঃ আব্দুস সালাম(৪৩), পিতাঃ মৃতঃ ছবেদ শেখ, সাং- কালাবগি সুতারখালি, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনা, (৬) শেখ আল মামুন সোহেল রানা(২৯), পিতাঃ শেখ হারুনুর রশীদ, সাং- পি.সি.ডিমা, থানাঃ বাগেরহাট সদর, জেলাঃ বাগেরহাট (৭) মোঃ সেলিম মোল্ল্যা(২৮), পিতাঃ মৃতঃ আমানত মোল্ল্যা, সাং- উত্তর গৌরম্ভা, থানাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট, (৮) মোঃ ইদ্রিস ডালি(২৮), পিতাঃ মৃতঃ বাবর আলী ঢালী, সাং- কালাবগি সুতারখালী, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনা, (৯) মোঃ মিঠু সরদার(৪০), পিতাঃ মোঃ ইয়াকুব সর্দার, সাং- কালাবগি সুতাখালী, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনা।


ছোট সুমন বাহিনীর’’ সদস্য (১) মোঃ সুমন হাওলাদার(২৪), পিতাঃ মৃতঃ এছহাক হাওলাদার, সাং- জয়মণি, থানাঃ মংলা, জেলাঃ বাগেরহাট (২) মোঃ লুৎফর শেখ (৪০), পিতাঃ আঃ জব্বার শেখ, সাং- উলুবুনিয়া, থানাঃ মংলা, জেলাঃ বাগেরহাট (৩) মোঃ ভুট্টো বয়াতি(২৮), পিতাঃ সালেক বয়াতি, সাং- জয়মণি, থানাঃ মংলা, জেলাঃ বাগেরহাট (৪) মোঃ আঃ সামাদ মোল্লা(২৬), পিতাঃ মৃতঃ গফুর মোল্লা, সাং- দ্বেবীপুর, থানাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট (৫) মোঃ রিয়াজ শেখ(২৮), পিতাঃ মোঃ ফারুক শেখ, সাং- ফেলুরখন্ড, থানাঃ মংলা, জেলাঃ বাগেরহাট (৬) মোঃ ইয়াসিন শেখ(২৯), পিতাঃ মোঃ সাহেব আলী শেখ, সাং- হলদিবুনিয়া, থানাঃ মংলা, জেলাঃ বাগেরহাট (৭) মোঃ তরিকুল হাওলাদার(২৩), পিতাঃ জব্বার হাওলাদার, সাং- মাদারদিয়া, থানাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট (৮) মোঃ সিদ্দিক হাওলাদার(৩৯), পিতাঃ মৃতঃ মিনহাজ উদ্দিন, সাং- ফেলুরখন্ড, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ১৩টি বিদেশী একনালা বন্দুক, ০৩টি বিদেশী দোনালা বন্দুক, ০৪টি ২২ বোর বিদেশী রাইফেল, ০৭টি পাইপগান এবং ০১টি বিদেশী ওয়ানশুটারগানসহ সর্বমোট ২৮টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র এবং সর্বমোট ১০৮১ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত