চিতলমারীতে বেশী দামে সার বিক্রি করায় ৩০ হাজার টাকা অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি  

আপডেট : ০১:৩১ এএম, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ | ৩৫৬

চিতলমারীতে বেশী দামে রাসয়নিক সার বিক্রি করায় মেসার্স শেখ ট্রেডার্স (হিজলা ইউনিয়ন সার ডিলার) নামে এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা এ অর্থদন্ডাদেশ দেন। এ সময় একটি মামলার মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে দোষী ব্যাক্তিকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শংকর মজুমদার ও নিমাই মহন্ত উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ জানান, সরকারি নির্দেশ অমান্য করে বেশী দামে রাসয়নিক সার বিক্রি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপনন আইন-২০১৮ সালের ১৯ এর গ ধারা মোতাবেক হিজলা ইউনিয়নের সারের ডিলার মেসার্স শেখ ট্রেডার্সের কর্মচারী সুশান্ত রায়ের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত