মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৪৩ পিএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ৫৫৮

মোরেলগঞ্জে ৩১বার তোপধ্বনি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ সোমবার প্রত্যুষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর সূচনা করেন।


সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন, থানার ওসি মো. রাশেদুল আলম, ওসি(তদন্ত) আলমগীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান, শাহআলম হাওলাদার, চেয়ারম্যান মাহমুদ আলী এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী, উপজেলা প্রকৌশলী আশিক ইয়ামিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা অনুপম রায়, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান, প্রেসকাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সাংবাদিক এইচএম মইনুল ইসলাম, এম.পলাশ শরীফ, কুদ্দুস খান, আলী হায়দার, রমিজ উদ্দিন, কাওসার হোসাইন প্রমুখ এসব কর্মসূচীতে অংশ গ্রহন করেন।


দিবসটি উপলক্ষে দিনভর কর্মসূচীর মধ্যে আরো রয়েছে বেলা ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মহিলা ও শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত