বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৪৭ পিএম, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | ১৮৯৬

বাগেরহাট পৌরসভায় ৫০ কোটি টাকা ব্যয়ে বর্জ্যব্যস্থাপনা প্রকল্পের কাজ দ্রুত শুরু হচ্ছে। এছাড়া আরও কমপক্ষে ৫০ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় লবনাক্ত এ জেলায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন, পানি বিশুদ্ধকরণ প্লান্ট, পিএসএফ, বৃষ্টির পানি সংরক্ষণে জলাধার সহ নানা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।’ জাতীয় সেনিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শনিবার র‌্যালী শেষে অনুষ্টিত আলোচনা সভায় এ কথা জানানো হয়। জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিকের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ব্রাকের বিভাগীয় ব্যবস্থাপক শফিকুর রহমান, জেলা সমন্বয়ক এস.এম ইদ্রীস আলম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেজেএস-এর সেলিনা আক্তার, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, সাংবাদিক এম আকবর টুটুল প্রমুখ। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তারেক আজিজ। “হাতের পরিচ্ছন্নতায় এসো সবাই এক হই’’ প্রতিপাদ্য বিষয়ে অনুষ্টিত এ সভায় জানানো হয়, খাবার আগে সঠিক নিয়মে হাত ধোয়া খুবই জরুরী। এতে কমপক্ষে ২০ টি রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুস্থ থাকার জন্য যথানিয়মে খাবার আগে হাত ধোয়ার কোন বিকল্প নেই। এজন্য সর্বস্তরের মানুষের সচেতনতা এবং প্রচারের ওপর তিনি গুরুত্ব দেন। পরিচ্ছন্ন বাগেরহাট গড়তে শীঘ্রই সমন্বিত উদ্যোগে অভিযান শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত