পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৬:০৪ পিএম, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | ৩২৫

সারা দেশের ন্যায় পিরোজপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০ টায় সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) মাধবী রায়ের সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সংবাদ কর্মী, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান বেশ গুরুত্বপূর্ণ। তাই জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ পালন করছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত