মোংলা বন্দরে আমদানিকৃত গাড়ির যন্ত্রাংশসহ তিনজন আটক 

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০১:০৯ এএম, বুধবার, ২৭ জুলাই ২০২২ | ৪৪৪

মোংলা বন্দরে আমদানি হওয়া রিকন্ডিশন্ড গাড়ির মূল্যবান যন্ত্রাংশসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১ টায় বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদের আটক করেন। এ ঘটনায় নিরাপত্তা বিভাগের উপ পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় মামলা করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, পিরোজপুর সদরের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাজু (৩০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুলতান আহম্মেদের ছেলে মোঃ জসিমউদ্দীন ও খুলনার বটিয়াঘাটা উপজেলার হুমায়ূন কবিরের ছেলে ফাহিম শেখ (২৫)।
মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী বলেন, একটি চক্র এ বন্দরের সুনাম ক্ষুন্ন করতে এসব অপকর্ম করে আসছিলেন। ওই চক্রের সদস্যরাই সোমবার রাতে গাড়ির ড্রাইভার ও শ্রমিক সেজে জেটির ভেতরে ঢুকে পড়ে। পরে তারা বন্দরে আমদানি হওয়া রিকন্ডিশন্ড গাড়ির বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ খুলে পিক-আপে উঠিয়ে বের হওয়ার সময় নিরাপত্তা কর্মীর হাতে ধরা পড়ে ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত