কচুয়ায় লোকজ আনন্দ মেলায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধসহ শিশু-কিশোর বয়স উপযোগী বইয়ের আয়োজন

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১১:২৫ পিএম, শুক্রবার, ২২ জুলাই ২০২২ | ৪৫৮

প্রায় দুই যুগ পর বলেশ্বর নদীর চরে বসেছে এই মেলা। কচুয়া উপজেলায় আয়োজিত ঐতিহ্যবাহী লোকজ আনন্দ মেলায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধসহ শিশু-কিশোর বয়সীদের উপযোগী নানা ধরণের বই প্রদর্শন আয়োজন করেছে কালের কন্ঠ শুভসংঘ। পাঠ্যবইয়ের বাইরে এসব বই দেখতে ও সংগ্রহ করতে নানা বয়সীরা আসছেন। প্রধানত শ্রাবণ প্রকাশনীর বই প্রদর্শন হচ্ছে। মোবাইল ইন্টারনেটভিত্তিক চলতি সময়ে বইয়ের এমন ব্যতিক্রম পসরা উপস্থাপনের জন্য আয়োজকদের স্থানীয় সূধীজন স্বাগত জানিয়েছেন।

এই মেলায় বইসহ লোকজ আনন্দ আয়োজন দেখে আনন্দে কচুয়া উপজেলা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরবরণ পাইক বলেন, কমপক্ষে ২৫ বছর পর এমন লোকজ আনন্দ মেলা আয়োজন হল কচুয়া উপজেলায়। আমরা অভিভুত। দীর্ঘদিন পর লোকজ আনন্দ মেলায় বইয়ের পাশাপাশি নাগরদোলা, নৌকা দোলনা, মিনি ট্রেন, চরকিসহ নানা লোকজ দোকানের আয়োজন দেখে খুব খুশি হলাম। বাংলার এই আনন্দ সারা বছর জাগ্রত থাকুক।

প্রসঙ্গত, “লোক-সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করুন, দেশের উন্নয়ন নিশ্চিত করুন” এই শ্লে¬াগানে কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে লোকজ আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২১ জুলাই (বৃহষ্পতিবার) বিকেল সাড়ে ৪টায়। অনুষ্ঠানের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজ মাঠে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা প্রকৌশলী মো.আনিচুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সাজ্জাদ হোসেন সুমন প্রমূখ।


এসময়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তাগণ, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত