বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২৫ পিএম, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭ | ৫৯৫

জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, আপনাদের সাজানো গোছানো সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্দলীয় নিরপক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বুধবার দুপুরে বাগেরহাট শহরের সরুই দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আন্দোলনে সময় লাগবে মাত্র দশ দিন। আপনাদের মনে আছে সেই দুনিয়া কাপানো দশ দিনের কথা। লেলিনের নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব ঘোষনার দশ দিনের মধ্যে বিশাল সাম্রাজ্য ভেঙ্গে গেছিল। প্রতিষ্ঠা হয়েচিল জনগনের সরকার। বাংলাদেশেও বিএনপির নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা হবে।

জেলা বিএনপির সভাপতি এম.এ সালামের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা মহিলা দলের আহবায়ক শাহিদা আক্তার সহ দলীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত