কচুয়ায় সপ্তাহ ব্যাপী লোকজ আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন 

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১১:২১ পিএম, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | ৪৬৪

“লোক-সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করুন, দেশের উন্নয়ন নিশ্চিত করুন” এই শ্লোগানে উপজেলা প্রশাসন ও কচুয়া প্রেসক্লাবের আয়োজনে কচুয়ায় ১ সপ্তাহ ব্যাপী লোকজ আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

বৃহষ্পতিবার বিকাল ৪টায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজ মাঠে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দ্কার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সাজ্জাদ হোসেন সুমন, সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আ.ছালাম মল্লিক, যুব মহিলালীগের সভাপতি তানিয়া আক্তার, সাধারন সম্পাদক আফসানা মিমি, স্থানীয় ইউপি সদস্য শেখ সাইফুল ইসলাম সাবু, মৎস্যজীবিলীগের সভাপতি রিপন শিকদার।

এসময়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তাগণ, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত