বাগেরহাটে ২০ গুণী সাহিত্যিককে সম্মাননা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:১৫ পিএম, শুক্রবার, ১ জুলাই ২০২২ | ৪৮৪

বাগেরহাট জেলার ২০ গুণী সাহিত্যিককে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন শিল্পকলা একাডেমিতে এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গুণী শিল্পিদেরকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিল্পিদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময়, সম্মাননা প্রাপ্ত সাহিত্যিক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সাগরিকা নাছরিন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সরকারি পিসি কলেজের সাবেক অধ্যাপক কমল ঘোষ, সাবেক প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বাগেরহাট জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামসহ সম্মাননা প্রাপ্ত সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

এদিন, বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের ২০ জন সাহিত্যিককে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সাহিত্যিক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সাগরিকা নাছরিন বলেন, আমার নিজ জেলা বাগেরহাট থেকে গুণী সাহিত্যিকদের সম্মাননা দেয়ায় আমি অভিহিত। এই সম্মাননার ফলে বাগেরহাটে আরও অনেকে সাহিত্য চর্চ্চায় এগিয়ে আসবেন। এর ফলে বাগেরহাটের সাহিত্যঙ্গন আরও সমৃদ্ধ মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত