৪০ অসহায় নারীকে সেলাই মেশিন দিল নারী ফোরাম

মহিদুল ইসলাম, শরণখোলা 

আপডেট : ১১:২৭ পিএম, শনিবার, ১৮ জুন ২০২২ | ৪৩৮

শরণখোলায় অসহায় ও স্বামী পরিত্যক্তা ৪০ জন নারীকে সেলাই মেশিন দিয়েছে উপজেলা নারী ফোরাম। শনিবার (১৮জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।


বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি রাহিমা আক্তার হাসি, উপজেলা প্রকৌশলী মো. ফেরদৌস আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান প্রমুখ।


নারী ফোরামের সভাপতি রাহিমা আক্তার হাসি বলেন, বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ৪০টি সেলাই মেশিন কেনা হয়েছে। স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের সাবলম্বি করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই সেলাই মেশিন পেয়ে পরিবারে স্বচ্ছলতা এবং তারা নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারবেন বলে আশা করি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত