ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের বকনা বাছুর পেলেন ১৫ জেলে

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৩:৩৩ পিএম, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ | ৪৮২

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরণখোলায় ১৫টি জেলে পরিবারকে বকনা বাছুর দিয়েছে মৎস্য অধিদপ্তর। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের সাবলম্বি করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস।


বৃহস্পতিবার (২জুন) দুপুর ১টার দিকে শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. নূর-ই আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন। এসময় জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে ১৫টি জেলে পরিবারে একটি করে বকনা বাছুর দেওয়া হয়েছে। প্রতিটি বাছুরের মূল্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত