রামপালে হাঙ্গারের কোভিড-১৯ প্রকল্পের অবহিতকরণ সভা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:২৮ পিএম, বুধবার, ১ জুন ২০২২ | ৫০০

রামপালে হাঙ্গার এর কোভিড-১৯ প্রকল্পের অবহিতকরণের এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে অবহিতকরণ সভায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলার স্টেক হোল্ডারদের মাধ্যমে করোনা প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজিক প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন সংগঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ করা হয়। হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার অভ্যাস গড়ে তোলার উপর জোর দেয়া হয়।
হাঙ্গার প্রকল্পের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর খালিদ হাসানের পরিচালনায় কোভিড-১৯ এর বিস্তার রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গৌরব কুমার সাহা। প্রজেক্টের টুম্পা আক্তার মিমের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, প্রধান শিক্ষক সংকার কুমার সিকদার, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, শিক্ষিকা শামীম আরা শিপ্রা, শিক্ষক নাজমুল হুদা, পেড়িখালী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিখিল চন্দ্র মন্ডল, সাংবাদিক সেকেন্দার মোড়ল, আরিফুল ইসলাম, জাকারিয়া শাওন প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত