বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৩১ পিএম, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ | ৩৮৮

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৮ মার্চ) সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের এসিলাহা মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান শরিফা খানম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সুমিতাই ইয়াসমিন প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন শ্রেনি পেশার নারীরা অংশ গ্রহন করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুনী নারীদের সম্মাননা প্রদান করা হয়।


এদিকে দিবসটি উপলক্ষে বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে ও প্লাটফরম ফর ডায়াগ প্রকল্পের সহযোগিতায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।


ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সমাজসেবা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মেহেদী হাসান, পি ফর ডি প্রকল্পের আঞ্চলিক সমন্বয় কারী কামরুল হাসান, ফ্যাসিলেটেটর গোপিনাথ সাহা, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম শেখসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নারী নেত্রীরা অংশগ্রহন করেন।

অন্যদিকে বিশ্ব নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক বাংলাদেশের উদ্যোগে বাগেরহাট যৌন পল্লীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট পৌর সভার কাউন্সিলর তালুকদার আব্দুল বাকি, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, এ্যাড. এনায়েত হোসেন, পায়াক বাংলাদেশ, বাগেরহাট ডিআইসির ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, শরীফুল ইসলাম জুয়েল, চিকিৎসক পিংকি রায় প্রমুখ। আলোচনা সভায় বাগেরহাট যৌন পল্লীর কর্মীরা নানা সমস্যা তুলে ধরেণ এবং অতিথিগণ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। সকালে, বাগেরহাট প্রেসক্লাবের সামনে উদয়ন বাংলাদেশ, আইন ও শালীস কেন্দ্রের সহায়তায় বাগেরহাট হিউম্যান ডিফেন্ডারস ফোরাম, এ্যাডাব, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট, মহিলা পরিষদ, কোডেক ও ব্র্যাক বাগেরহাটসহ বেশ কয়েকটি সংগঠন দিবসটি উপলক্ষে মানববন্ধন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত