মোল্লাহাটে শস্য কর্তন, কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ১০:৩৪ পিএম, রোববার, ১৪ নভেম্বর ২০২১ | ৫০৮

মোল্লাহাটে ব্রি-হাইব্রীড ধান-৬ এর কৃষক সমাবেশ মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় উপজেলার আস্তাইল গ্রামে কৃষক রবিউল ইসলামের ক্ষেতের শস্য কর্তনের মধ্য দিয়ে কৃষক সমাবেশ ও মাঠ দিবস কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এবং মোল্লাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় পরে আস্তাইল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমানসহ কৃষক/কৃষাণীবৃন্দ।



উল্লেখ্য ব্রি-হাইব্রীড ধান-৬ এর বিঘা প্রতি (৩৩)শতকে ২৪.৫ মন ধানের ফলন পাওয়া যায়। যা হেক্টর প্রতি ৭.৮ মেট্টিক টন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত