বাড়ী ও মন্দিরের জায়গা দখলের চেষ্টা

বাগেরহাটে হুমকীতে পালিয়ে বেড়াচ্ছে একটি হিন্দু পরিবার

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:০৭ পিএম, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | ৮৩৬

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংগা গ্রামের কৃষ্ণপদ মৃধা নামের অসহায় এক হিন্দু পরিবারের বাড়ী ও মন্দিরের জায়গা দখলের পায়তারা চালাচ্ছে একই এলাকার প্রভাশালী একটি চক্র। এ অবস্থায় প্রভাবশালীদের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকীতে বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে কৃষ্ণপদসহ তার পরিবার। কৃষ্ণপদ এ ঘটনা তদন্ত করে প্রতিকার চেয়ে বাগেরহাট পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে জানাযায়, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট সিংগা মৌজায় এস,এ,৬২ নং খতিয়ানে এস,এ, ৪৭৬,৪৭৭ দাগে ৪৩ শতক জমি গত ২০০৩ সালে একই এলাকার অমুল্য রানার কাছ থেকে ক্রয় করে। এরপর ওই জমিতে কৃষ্ণপদ বসত বাড়ী, মুদি দোকান ও সেবাশ্রম নামের সার্বজনিন একটি মন্দির নির্মান করে বসবাস করতে শুরু করে। কিন্তু একই এলাকার আমিমুদ্দিনের ছেলে আলফাজ নকিব ও তার ভাই আউয়াল তাদের বাড়ীর পরিধি বৃদ্ধির জন্য ওই জায়গা কেনার জন্য কৃষ্ণপদকে প্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় কৃষ্ণ ও তার পরিবারকে হুমকী-ধামীসহ এলাকা থেকে বিতারিত করার চেষ্টা করতে থাকে। এরপর আলফাজ নকিব ও তার ভাই আউয়াল বাগেরহাট আদালতে আমানতের একটি মামলা দায়ের করে ওই মামলায় আদালত তাদের পক্ষে রায় দিলে কৃষ্ণপদ ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। এরপর আদালত ওই রায়টি এক বছরে জন্য স্থগিতের আদেশ প্রদান করে। কিন্তু গত ১৬ সেপ্টম্বর আদালতের আদেশ উপেক্ষা করে আলফাজ নকিব ও তার ভাই আউয়ালসহ ২০/২৫ জনের একদল দূর্বত্ত রামদা এবং লাঠিসহ কৃষ্ণপদের বাড়ীতে বিভিন্ন প্রকার গাছ কেটে ফেলে এবং বাড়ী সংলগ্ন দোকানে ভাংচুর-লুটপাট চালায়। এসময় কুষ্ণপদের স্ত্রী ও বৃদ্ধ মার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে কৃষ্ণপদ মৃধা বলেন, গত ১৬ তারিখের ঘটনার পর থেকে আউয়াল ও আলফাজ নকীবের ভাড়াটে সন্ত্রাসীদের অব্যাহত হুমকীতে আমি এখন পরিবার নিয়ে এলাকা ছাড়া। আমি ভাই হিন্দু মানুষ পরিবার নিয়ে এখন কষ্টে মানবেতর জীবনযাপন করছি। আমি আমার এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে আউয়াল ও আলফাজ নকীব বলেন, জায়গা-জমি নিয়ে কৃষ্ণপদের সাথে আমাদের বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা চলছে। আমাদের হয়রানী করার জন্য কৃষ্ণপদ ও তার পরিবার আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত