গ্রেনেড হামলা দিবসে বক্তারা

১৫ ও ২১ আগস্টের দুই মাষ্টারমাইন্ড জিয়া ও তারেকের বিচার দাবি

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৮:৫০ পিএম, শনিবার, ২১ আগস্ট ২০২১ | ৪৮৫

১৫ আগস্টে মাষ্টারমাইন্ড জিয়াউর রহমান এবং ২১ আগস্টের মাষ্টারমাইন্ড হলো তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম দুটি হত্যান্ডের কুশিলব তারা দুজন। তাদের দুজনকেই বিচারের আওতায় আনতে হবে। বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় নিহতদের স্মরণ করে বক্তারা এই দাবি জানান।


শনিবার (২১আগস্ট) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জেলা আওয়ামীলীগ নেতা এমসাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণসভায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রায়হান উদ্দিন শান্ত, মোহাম্মদ আব্দুল হক হায়দার, রফিকুল ইসলাম কালাম, সাব্বির আহম্মেদ মুক্তা, আকন আলমগীর, গোলাম মোস্তফা মধু, জাকির হোসেন খান মহিউদ্দিন, জালাল আহম্মেদ রুমি, আবু জাফর জব্বার, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার, যুবলীগের যুগ্ম -আহবায়ক হাসানুজ্জামান জমাদ্দার, সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আকন্দ ইব্রাহীম সুমন, তাঁতীলীগের সভাপতি জিয়াউল তালুকদার, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত