২৪ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে

শরণখোলায় রোগীদের উন্নত খাবার বিতরণ

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৭:০২ পিএম, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮ | ৯৯০

শরণখোলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ২৪ প্রহরব্যাপী (তিন দিন) মহা নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষ্যে রোগীদের উন্নত খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা প্রায় একশ’ রোগীর মাঝে শনিবার দুপুরে এ খাবার বিতরণ করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল দাস, প্রধান সমন্বয়কারী গোপাল কর্মকার, সহ-সভাপতি নির্মল কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন। শ্রী গুরু সংঘ শরণখোলা শাখার আয়োজনে উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রিয় কালিমন্দি প্রাঙ্গনে রবিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এ উৎসব শুরু হবে।


উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল দাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি। এছাড়া অন্যান্য দিনে অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রিয় সদস্য অরুন হালদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির (এ.) চেয়ারম্যানের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সহসম্পাদক জামিল হোসেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটির সভাপতি সুখরঞ্জন কর্মকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত