মহানগর পূজা পরিষদের উদ্যোগে

খুলনায় করোনা ভাইরাসের ফ্রি টিকা রেজিস্ট্রশন কার্যক্রমের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৩২ পিএম, রোববার, ১১ জুলাই ২০২১ | ৫৩১

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সার্বিক পরিচালনায় খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সহযোগিতায় আজ ১১ জুলাই রবিবার বিকেল ৫টায় অস্থায়ী কার্যালয়ে করোনা ভাইরাসের ফ্রি টিকা রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ কার্যনির্বাহী পরিষদের সদস্য বাবলু বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, উজ্জল গাঙ্গুলী, মহাদেব সাহা, তাপস সাহা, তরুণ রায় শিবু, প্রদীপ সাহা মদন, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, কার্তিক সাহা, নগর পূজা পরিষদ সম্পাদকম-লীর সদস্য উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, অলোক দে, রবীন দাস, বাবু শীল, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ পারভেজ খান, অফিস সচিব মল্লিক হাদিউজ্জামান প্রমুখ।

ফ্রি টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম প্রতিদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এবং বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশনের জন্য হঠলাইন নম্বর ০১৯৬২-০২৩১৯৩, ০১৭১২-০৪১৬৭৩, ০১৭২৭-৭৩৯২৮৪-এ যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

(প্রেস বিজ্ঞপ্তি)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত