ফকিরহাটে জমি ঘর প্রদানের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৪৪ পিএম, শুক্রবার, ১৮ জুন ২০২১ | ৭৭৭

ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলায় ১০০টি পরিবারকে ঘর প্রদান করা হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলনা বুশরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা প্রকৌশলী এমএম্এ বকর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা সুলতানা দিলরুবা, ইউপি চেয়ারম্যান, শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: কাজী ইয়াছিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাংবাদিক পি কে অলোক, আব্দুল আউয়াল মনি, মান্না দে, শেখ আসাদুজ্জামান, এম জাকির হোসেন, সুমন দে, ওবায়েত হাসান রনি, শেখ সৈয়দ আলী, মোজাহিদুর রহমান, আহসান টিটো ও সুমন কর্মকার প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত