শনাক্ত হার বেড়েই চলেছে

ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০১:৩০ এএম, সোমবার, ১৪ জুন ২০২১ | ৯৮৭

প্রতিকী ছবি

ফকিরহাটে করোনা শনাক্তের হার দিন দিন বেড়েই চলেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, রবিবার ১৮জনের নমূনা পরীক্ষায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৭০শতাংশ। এছাড়া এদিন দুপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ছোট বাহিরদিয়া গ্রামের মাদ্রাসা ছাত্র আবুজার শেখ (১৯)।


মেডিকেল অফিসার ডা. ইন্দ্রিজিৎ বিশ্বাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, মারা যাওয়া আবুজারের গত ৩দিন ধরে শরীরে জ্বর ছিল ও শ্বাসকষ্টে ভূগছিল। হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়েছিল বলে তিনি জানান।

এদিকে করোনা সংক্রমণ বেড়ে গেলেও কেউ মানছেন না স্বাস্থ্য বিধি। অধিকাংশ মানুষের মূখে দেখা যায়না মাস্ক। নেই দুরত্বে বালাই। অবিলম্বে উপজেলা প্রশাসন কর্তৃক করোনা প্রতিরোধে জোরদার ভাবে বিভিন্ন হাট-বাজার ও রাস্তায় মনিটরিং না করলে এবং মানুষ সচেতন না হলে করোনা সংক্রমন হু হু করে বেড়ে যাওয়ার আশংকা করছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত