ফকিরহাটে জলে ফুলে শ্রী শ্রী বাসন্তি দেবীর পূজা অর্চনা শুরু

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৩৫ পিএম, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ | ১০৫৪

ফকিরহাটে বেশ কয়েকটি মন্দিরে জলে ফুলে শ্রী শ্রী বাসন্তি দেবীর পূজা অর্চনা শুরু হয়েছে। পূজার মহা সপ্তমীতে বিহীত পূজার মধ্যদিয়ে দেবীর পূজা অর্চনা শুরু হয়। কোন প্রকার জলে ফুলে ঢাকঢোল ছাড়াই দেবীর পূজা অর্চনা করা হয়।


পুরাহিত মলয় কুমার চক্রবর্তী জানান, দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য জনৈক সুরত রাজা নামক এক রাজা শ্রী শ্রী বাসন্তি দেবীর পূজা শুরু করেন। সেই হতে যুগযুগ ধরে সনাতন ধর্মাবলম্বিরা দেবী বাসন্তির পূজা করে আসছেন। পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া বাজার রাধা গৌবিন্দ বাসন্তি মন্দির, সাধুর সাধের বটতলা বাসন্তি মন্দির ও পাগলা দেয়াপাড়া বাসন্তি মন্দিরে গিয়ে দেখা গেছে এক প্রকার জলে ফুলে শ্রী শ্রী বাসন্তি দেবীর পূজা অর্চনা শুরু হয়েছে।

রাধা গৌবিন্দ বাসন্তি মন্দির কমিটির সভাপতি দিপক দাশ ও সাধারন সম্পাদক সুশীল দাশ এর সাথে আলাপ করা হলে তারা বলেন, করোনা কালীন সময়ে দেশে লকডাউন থাকায় তারা কোন রকমের ভক্তবৃন্দ ছাড়াই জলে ফুলে শ্রী শ্রী বাসন্তি দেবীর পূজা অর্চনা শুরু করেছেন। আগামী বৃহস্পতিবার মহা দশমীর মধ্যদিয়ে পূজা অর্চনা শেষ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত