বাগেরহাটে নতুন করে আক্রান্ত আরো ৭ জন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৪৭ পিএম, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ | ১৫১৩

করোনা সংক্রামনের হটস্পট বাগেরহাট শহরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জনের ও মোল্লাহাটে ২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মাত্র ১৬ দিনে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ৬৪ জনের মধ্যে ৫৯ জনই হচ্ছেন বাগেরহাট শহরের বাসিন্ধা। এরমধ্যে শুক্রবার ভোরে আকরাম হোসেন (৭১) নামে এক আইনজীবী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়েছে। অন্য ৫৮ জন হাসপাতালে চিকিসাধীন রয়েছেন। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।


বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫ জনই বাগেরহাট পৌরসভার বাসিন্ধা। অন্য দুইজন মোল্লাহাট উপজেলার বাসিন্ধা। বাগেরহাট শহরে করোনার হটস্পটে পরিনত হয়েছে। লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনার সংক্রামন।


এদিকে, রবিবার দিবাগত মধ্যরাত ঢাকার শ্যামলী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাইরাসে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাষ্টার আবুল খায়েরের (৫৬) মৃত্যু হয়েছে। এনিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসের সংক্রমণে জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারি, সাংষ্কৃতিক কর্মীসহ মোট ২৮ জনের মৃত্যু হল। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে। সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১ হাজার ৪৫ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬৫ জন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত