মোংলায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ক অবহিতকরন সভা

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০২:৪৬ পিএম, সোমবার, ২২ মার্চ ২০২১ | ৪৩৫

মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা কর্মসূচি সম্পর্কে ওয়ার্ড পর্যায়ে ইএইচডি প্রকল্পের অবহিতকরন সভা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় খুলনা মুক্তি সেবা সংস্থার আয়োজনে মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মোংলা পোর্ট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১-২-৩ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা হোসেন, খুলনা মুক্তি সেবা সংস্থার কো- অডিনেটর এনামুল হক টিপু, মোংলা কলেজের সাবেক অধ্যক্ষ গাজী তৈয়বুর রহমান,
অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন “দেশের প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তির হার এবং জরুরী স্বাস্থ্যসেবাসমূহের মানউন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এই প্রকল্পের ফলে উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আশা করেন তারা। এতে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যজনিত ঝুঁকি হ্রাস পাবে। তারা এই প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার, ৩ নং ওয়ার্ড আ. লীগের সভাপতি সেকেন্দার আলী, সাধারন সম্পাদক মোঃ দুলাল হাওলাদার , ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া, সাংবাদিক মাসুদ রানা রেজা, কেএমএসএস এর উষা অধিকারী, প্রতিমা মন্ডল সহ ডাক্তার, মসজিদের ইমাম, ফার্মেসী প্রতিনিধি,এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ও কে এম এসএস এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কেএমএসএস'র মোঃ মনিরউজ্জামান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত