পূজা মন্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে

কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১০:৪৯ পিএম, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | ৪৪১

মানুষ হয়ে মানুষের উপর নির্যাতনকারীদের কোন ধর্ম থাকতে পারে না। কেউ তাদেরকে পছন্দ করে না। প্রিয় এই দেশে শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।


শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে কচুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কচুয়া উপজেলা শাখার সভাপতি সুবোধ চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড.দিলীপ কুমার মল্লিক, সাধারণ স¤পাদক পুলিন বিহারী সাহা, হিন্দু মহাজোট, উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার মন্ডল,বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস,সমির বরণ পাইক,সমির চৌধুরী, সুপার্থ কুমার মন্ডল,শুধাংশু শেখর মিস্ত্রী,দাস শুভংকর,বিমল কৃষ্ণ দত্ত,অজয় মন্ডল,মাধবী রানী ঘরামী, কাজল রানী মন্ডল প্রমুখ।

প্রতিবাদ সভায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতা ও সদস্যরা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত