প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ০৪:৪৪ পিএম, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | ১৩২৮

প্রতিকী ছবি

আমি গোলাম শোকরানা রব্বানী(আজাদ হোসেন বালী)সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ও কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডেও ইউপি সদস্য।গত ১০ জানুয়ারী বাগেরহাটের জনপ্রিয় অনলাইন পত্রিকা বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম ও ১১জানুয়ারী দৈনিক সময়ের খবর সহ বিভিন্ন পত্রিকায় আমাকে জড়িয়ে “কচুয়ায় মুক্তিযোদ্ধার জমিতে জোড়পুর্বক রাস্তা নির্মান চেষ্ঠার অভিযোগ” শিরোনামে সংবাদটি আমার দৃস্টি গোচর হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

সংবাদে উল্লেখিত বিষয়টি হাজরাখালী স.প্রা.বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিষয়। গত ২০ডিসেম্বর স্কুল ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সীমানা প্রাচীর সংলগ্ন মাটি ভরাটের দায়িত্ব আমার ও কবির শিকদারের উপর দায়িত্ব দেয়া হয়। সে মোতাবেক কাজ করতে গেলে উক্ত কাজী বাদশা মিয়া বাধা প্রদান করেন। এবিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। পরে জমি উদ্ধারে স্কুল কর্তৃপক্ষও একটি আবেদন করে, যা তদন্তনাধীন।আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও ভীত্তিহীন। প্রকাশ থাকে যে,আগামী কচুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দেয়ায় একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কাজী বাদশা মিয়াকে দিয়ে অপপ্রচার চালানোর চেষ্ঠা করছে। অঅমি জন্মথেকে স্বাধীনতার পক্ষের শক্তিকে বুকে লালন করে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও শ্রদ্ধা রেখে পথ চলছি।আগামীতেও এপথচলা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত