নতুন ভাবে জরিপের দাবি

বাগেরহাটে সুন্দরবন লর্ড  এস্টেটের মতবিনিময় সভা

আপডেট : ০১:৫২ এএম, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ | ৮৪১

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় সিএস অনুযায়ী নতুন ভাবে বিএস জরিপের আদেশ বাস্তবায়নের দাবিতে সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য দেন, সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের স্বত্বাধিকারী পিসি বারুইখালী গ্রামের আব্দুস সামাদ হাওলাদার, সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের সদস্য হেমায়েত আকন, এসএম হাবিবুর রহমান, আব্দুল বারেক হাওলাদার, আব্দুল বাড়ি হাওলাদার, মোঃ জালাল মীর, জলিল হাওলাদার, মালেক আকন, দেলোয়ার হাওলাদার, খলিল শেখ, শাহদাত তালুকদার, আওয়াল তালুকদার প্রমুখ।


সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মালিক পিসি বারুইখালী গ্রামের আব্দুস সামাদ হাওলাদার বলেন, সুন্দরবন প্রজাস্বত্ব এস্টেট কালেক্টরেট ভুক্ত খাস তৌজি মহলের এসএ ও বিআরএস জরিপের রেকর্ড পর্চা সংশোধন ঢাকা হাইকোর্ট গেজেটভুক্ত সাবেক সিএস মোতাবেক নতুন ভাবে বিএস জরিপসহ নতুন ভাবে বন্দোবস্ত সহকারে হস্তান্তরের কাজ চলছে। বাগেরহাট জেলার উক্ত গেজেটভুক্ত চৌহর্দির সাবেক সিএস মোতাবেক এসএ ও বিআরএস জরিপ হয় নাই। এটা আদালত কর্তৃক প্রমানিত হয়েছে।


এছাড়া এসএ ও বিআরএস পর্চা দলিলের কোন বুনিয়াদ নাই। আদালত নতুন করে জরিপের আদেশ দিয়েছেন। সেই সাথে বাগেরহাট যুগ্ন জেলা জজ ২য় আদালত কর্তৃক সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের দাবিকৃত জমির এসএ রেকর্ডের ভিত্তিতে মিউটেশন ও চলমান জরিপের বিআরএস কার্যক্রম বাতিলের আদেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী সিএস মোতাবেক নতুন ভাবে বিএস জরিপ করার দাবি জানাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত