রামপালের মেহেদী একজন রক্তযোদ্ধা  

আপডেট : ০৮:০০ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ১০৫২

মো. মেহেদী হাসান। বয়স ২৮ বছর। তিনি একজন ভালো ছাত্র। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষে ভর্তি হয়েছেন বাগেরহাট পিসি কলেজে। লেখাপড়ার পাশাপাশি ছোট্ট জব করেন একটি মোবাইল ফোন কোম্পানিতে। পাশাপাশি খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার এর দ্বায়িত্ব কাধে নিয়ে সমাজের অসংগতি তুলে ধরার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা ও তার বড় কোনো পরিচয় নয়। এর থেকে ও আরও একটি মহত কাজ করেন মেহেদী হাসান।
তিনি মূলত একজন সম্মুখ সারির রক্তযোদ্ধা। যুক্ত আছেন রামপাল ব্লাড ডোনার্স ক্লাব নামের একটি রক্তদান প্রতিষ্ঠানের সাথে। এ পর্যন্ত তিনি ২০ বার রক্ত দিয়েছেন। যাদের তিনি রক্ত দিয়ে জীবন বাচিয়েছেন, তাদের মধ্যে শিশু, প্রসূতিসহ বিভিন্ন ধরনের মুমূর্ষু রোগী ও রয়েছেন। এ ছাড়া ও তিনি প্রায় দুই শতাধিক রোগীর জন্য রক্ত যোগাড় করেছেন। খবর পেলেই রক্ত দিতে ছুটে যান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এজন্য পরিবারের সবাই তাকে উতসাহ যোগান। এক প্রতিক্রিয়ায় মেহেদী জানান, রক্ত দিলে মানুষ সুস্থ থাকে। যে কোন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন। এক ব্যাগ রক্ত মানুষের জীবন বাঁচাতে বিরাট ভূমিকা রাখে। সকলের উচিৎ এমন মহত কাজে এগিয়ে আসা। তিনি আরও জানান, আমি সকলের দোয়া চাই যাতে মৃত্যু পর্যন্ত মানুষের সেবায় পাশে থাকতে পারি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত