পুরানো দিনের গানের মত হারিয়ে যাচ্ছে জিয়লের আঠা !

এস এস সাগর

আপডেট : ০৭:০৯ পিএম, রোববার, ৮ নভেম্বর ২০২০ | ১৬৭৩

‘গোলেমালে গোলেমালে পিরিত করো না। পিরিতি কাঁঠালের আঠা। ও আঠা লাগলে পরে ছাড়ে না। গোলেমালে গোলেমালে পিরিত করো না।’ বাউলের এই কাঁঠালের আঠার মত জিয়লের আঠার সাথেও মানুষ কম পরিচিত ছিল না। আজ পুরানো দিনের গানের মত জিয়লের আঠাও হারিয়ে যাচ্ছে। অথচ খুব বেশী আগের কথা নয়, ২০১০ সালে দিকেও দেশের বিভিন্ন পোষ্ট অফিসে এই আঠা কাগজ বা খাম আটার জন্য ব্যাপক ভাবে ব্যবহার করা হত। শুধু পোষ্ট অফিসেই নয়, কাগজ জোড়ার ক্ষেত্রে এক সময় এই আঠার কোন জুড়ি ছিল না।

প্রবীনরা জানান, মানুষ সহজলভ্য জিনিসের মূল্যায়ন খুব কম করে থাকে। এত সহজে আর কোন গাছ হয় না। লাগানো কোন জিয়ল গাছ কখনও মারা যায় না। গ্রামের বাড়ির বিশেষ কোন অংশকে পৃথক করার জন্য এই গাছের ডাল বেড়া হিসেবে ব্যবহার করা হয়। এলাকা ভেদে এটা মানুষের কাছে জিগা, জিকা, জিয়ল, জিয়েল, বাধি, কাফিলা ও কচা গাছ নামে পরিচিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত