জন সচেতনতা ও সংশ্লিষ্টদের আন্তরিকতা জরুরী

বাগেরহাটে ‘বিশ্ব জন্ম নিবন্ধন’ দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:২৮ পিএম, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ | ৭৭৬

“নির্ভুল এবং সহজে দ্রুত জন্ম নিবন্ধনের জন্য জনসচেতনতার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।” মঙ্গলবার ‘বিশ্ব জন্ম নিবন্ধন দিবস’ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ মত ব্যক্ত করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল’র সভাপতিত্বে ভার্চুয়াল এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

শুরুতে “নাগরিক অধিকার করতে সংরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” প্রতিপাদ্য বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন অনুষ্টানের সঞ্চালক সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট রাহাত উজ-জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা বেনজির আহম্মেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মোংলা পৌর মেয়র জুলফিকার আলী, সদরের ইউএনও মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, চিতলমারীর ইউএনও মারুফুল আলম, মোল্লাহাকের ইউএনও মাফকারা তাসমিন, এএসপি ফকিরহাট সার্কেল ছয়ের উদ্দিন আহম্মেদ, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, গজালিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান বিউটি আক্তার, বাগেরহাট ফাউন্ডেশনের সম্পাদক আহাদ হায়দার, ক্যাবের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তী প্রমুখ।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, সঠিক জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর অধিকার। একাধিক জন্ম নিবন্ধন কোন অবস্থাতেই কাম্য নয়, এতে ভোগান্তি হয় ওই ব্যক্তির। এক্ষেত্রে নানাকারণে এখনও পর্যন্ত যে ভুলক্রুটি আছে, তা দ্রুত নিরসন করতে হবে।’ এজন্য সর্বস্তরে সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে তিনি আহব্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত