ঈদুল ফিতর উপলক্ষে

মোড়েলগঞ্জে দুস্থ্যদের মাঝে চাল বিতরণ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৫:৩৭ পিএম, সোমবার, ৩ জুন ২০১৯ | ৪৭০

মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার কর্তৃক বিশেষ ভিজিএফের চাল পেলেন এক হাজার পরিবার। “যে মুখে বলি মা” সে মুখে মাদক না”। প্রতিটি ভিজিএফ’র স্লিপে মাদকের ওপর একটি ব্যতিক্রমী লেখা দিয়েছেন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। সোমবার দুপুরে ইউনিয়নের কুদঘাটা বাজারে এ চাল বিতরণ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।


এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান প্রমুখ। ঈদুল ফেতর উপলক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩দিন ধরে বিশেষ ভিজিএফ’র চাল দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।


এ সময় চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলাসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্দী ও মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে আসছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে দেশের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় আনতে উদ্ধার্থ আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত