সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেওয়ার দাবিতে মোংলায় মানব বন্ধন

মোংলা প্রতিনিধি

আপডেট : ০২:৪১ পিএম, সোমবার, ৩১ আগস্ট ২০২০ | ৮১৬

অবিলম্বে সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেওয়ার দাবিতে সোমবার মোংলায় সুন্দরবন পর্যটন ব্যবসায়ীবৃন্দের ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় মোংলা ও পশুর নদীর পাড়ে সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত কয়েক শ’ লোক এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন পর্যটন ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন, মোঃ মিজানুর রহমান, এম এ কাদের, রুপম খাঁন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের অন্যান্য স্থানে ইতিমধ্যে পর্যটন কেন্দ্র খুলে দেয়া হলেও করোনার অজুহাতে গত প্রায় ৬ মাস ধরে সুন্দরনের অভ্যন্তরে সব পর্যটন কেন্দ্র ও এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসা বন্ধ করে রাখা হয়েছে। সরকারের ঘোষনায় বন বিভাগের স্পটগুলোতে সুন্দরবনে সকল প্রকার দেশী-বিদেশী দর্শনার্থীদের আসা বন্ধ থাকায় এতে সুন্দরবনের পর্যটনের উপর নির্ভরশীল ট্যুরিষ্ট ব্যাবসায়ী ও কর্মচারীসহ প্রায় ৫ হাজার পরিবার অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করেছেন। বক্তারা অবিলম্বে সুন্দরবনের পর্যটনের অনুমতি প্রদানের জন্য সরকারসহ প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকে সুন্দরবনের অভ্যন্তরে দেশী-বিদেশী পর্যটক প্রবেশসহ সব ধরনের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বন বিভাগ। যে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত