বাগেরহাটে যৌনকর্মীদের জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৩৯ পিএম, বুধবার, ২৯ জুলাই ২০২০ | ৯৬৯

ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে যৌনকর্মীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের শহরে যৌনপল্লীর কার্যক্রম স্থগিত থাকার পর জেলা প্রশাসন চতুর্থবারের মত ওই পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তবে এবার খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, কেজি ডাল, ১ কেজি করে পেয়াজ, লবন, তেল, ৫টি সাবান, সেমাই, গুড়া দুধ রয়েছে।

বুধবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল ইসলাম। ঈদুল আজহার দুদিন আগে যৌনকর্মীরা খাদ্যসামগ্রী পেয়ে খুব খুশি হয়েছেন। এর আগে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌথভাবে যৌন পল্লীর অর্ধশতকর্মীদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত