বাগেরহাটে নারীদের সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ 

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৫১ পিএম, রোববার, ১৫ জানুয়ারী ২০২৩ | ৩১৯

বাগেরহাটে নারীদের সক্ষমতা, নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) সকালে দ্যা হাই কমিশন অফ কানাডা বাংলাদেশের সহযোগীতায় ও উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের খানজাহানিয়া গণবিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কানাডা সরকারের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ব্রাডলি কোটস। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।


ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, সাংবাদিক এসএস শোহান, মামুন আহমেদ, ওয়াদার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আল আমিন সরদারসহ জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষনে ষাটগম্বুজ ইউনিয়নের ৩০ জন নারী অংশ গ্রহণ করেছেন। সোমবার সমাপনি অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে সনদপত্র বিতারন করা হবে। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে জীবন দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক দক্ষতা, রাজনীতিতে নারীর অংশগ্রহন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রতিবন্ধকতা চিহ্নিত করন, তথ্য উপস্থাপন, জেন্ডার, জেন্ডার ভিত্তিক বৈষম্যতা নিরসন, সমাজ গঠনে নারীর ভূমিকা, এ্যাডভোকেসি কি, নির্বাচনী প্রচারণা বিষয়ে শেখানো হবে।

ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি বলেন, এ প্রকল্পের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আনতে চাই। সমাজে তার অধিকার সম্পর্কে জানাতে চাই। এছাড়া রাজনীতিতে অংশ গ্রহণের মাধ্যমে নারীরা তাদের অধিকার আদায়ের পাশাপাশি সমাজের অন্য নারীদের নিয়ে কাজ করবে। বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে আমাদের এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যাক্রমে আমরা সদর উপজেলার ৩শ নারীকে এ প্রশিক্ষণ কর্শশালায় অংশ গ্রহণের সুযোগ দিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত