বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর টকশো “আজকের বাগেরহাট” এ আলোচকবৃন্দ

প্রতিরোধই হচ্ছে করোনা থেকে বাঁচার মুল উপায়

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:১৪ এএম, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | ৫৭৮

আজকের বাগেরহাট

প্রতিরোধই হচ্ছে করোনা থেকে বাঁচার মুল উপায়, জনসচেতনতার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারলে করোনা থেকে বাঁচা সম্ভব। মিডিয়ার সহযোগীতার মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত টকশো “আজকের বাগেরহাট” এ আলোচকবৃন্দ একথা বলেন।

বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক খোন্দকার নিয়াজ ইকবাল এর সঞ্চালনায় অতিথি হিসাবে যুক্ত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনিশংকর পাইক, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুদিপ্ত বকসি।

প্রতিরাত ৯টায় জেলার প্রতিদিনের ঘটে যাওয়া খবরা-খবর নিয়ে নিয়মিত আলোচনা “ আজকের বাগেরহাট” ইতোমধ্যে জেলার সাধারন মানুষের মাঝে ব্যাপক সাড়া যুগিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত