মোড়েলগঞ্জে মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১২:১০ এএম, শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | ৬০৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সারা দেশের ন্যায় মোড়েলগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এ কর্মসূচির উদ্ধোধন করেন।


‘ মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ, মোড়েলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাংবাদিক এইচএম মইনুল ইসলাম, প্রধান শিক্ষক আবু সালেহ, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও সামাজিক বন বিভাগ বাগেরহাটের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে গাছ রোপন করে এ কর্মসূচির উদ্ধোধন করা হয়।

মোরেলগঞ্জে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট (বিএনসিসি) এর উদ্যোগে


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চারা রোপনের কর্মসূচী অংশ হিসেবে মোরেলগঞ্জে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট (বিএনসিসি) এর উদ্যোগে সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের বিভিন্নস্থানে ফলদ ও ঔষুধি চারা রোপন করেন ক্যাডেট সদস্যরা। অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস এর নির্দেশনায় বনজ বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, মো. এমদাদুল হক, মো. শহিদুল আলম, বেদান্ত হালদার, পলিটেকনিক ইনস্টিটিউট এর (বিএনসিসি) এর ক্যাডেট সার্জেন্ট হৃদয় ইসলাম, ল্যান্স কর্পোরাল আরিফুল ইসলাম, ক্যাডেট নাইমুর রহমান সাগর, ক্যাডেট মুসাদ্দিক বিল্লাহ তামিম, ক্যাডেট মো. ইমতিয়াজ ও এস.এম কলেজের রোভার আব্দুল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত