বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এ সংবাদ প্রকাশের পর

চুলকাঠি বাজারের সুপেয় পানির অভাব মেটাতে সংসদ সদস্যের ২ টি ডিপ টিউবঅয়েল বরাদ্ধ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৩৯ পিএম, রোববার, ১২ জুলাই ২০২০ | ৬১৪

প্রতিকী ছবি

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে সুপেয় পানির বড় অভাব। মসজিদের সামনের ডিপ টিউবওয়েলই বাজার দোকানদার ও ব্যবসায়ীদের একমাত্র ভরসা। অধিকাংশ চা বা খবারের দোকানে স্যালো টিউবওয়েলের পানি ব্যবহার করা হয়। এ প্রসংগে গত ১১ জুলাই বাগেরহাট২৪.কম সহ বিভিন্ন পত্র-পত্রিকা ও অন-লাইন মিডিয়ায় একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দৃষ্টগোচর হয়।

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য একাধিকবার চুলকাঠি বাজারে পরিদর্শনে এসেছেন। বাজার কমিটি ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন। বাগেরহাট সদ্র উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার নাসির উদ্দিন বিভিন্ন সময় বাজার পরিদর্শন সহ বাজার কমিটি ও স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও মত বিনিময় করেছেন। চুলকাঠি বাজারের অনেক সমস্যা জনপ্রতিনিধিরা জানেনও না। চুলকাঠি বাজারের মতো এতো বড় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সুপেয় খাবার পানির একমাত্র উৎস চুলকাঠি জামে মসজিদের ডিপ টিউবওয়েল। বাজারের চা, মিষ্টি, বেকারী, খাবারের দোকান ও হোটেলের অধিকাংশ দোকানে স্যালো টিউবওয়েলের পানি ব্যবহার করা হয়।


সমস্ত বাজারে একটি মাত্র ডিপ টিউবওয়েল কার্যকরী রয়েছে। দীর্ঘ দিন ধরে এমন অবস্থা চলে আসলেও স্থানীয় চেয়ারম্যান-মেম্বরদের­ মাথা ব্যাথা নেই। গত ১১ জুলাই বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় এ সম্পর্কিত খবর প্রকাশিত হওয়ার পর সংসদ সদস্য শেখ তন্ময়, তার একান্ত সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টিগোচর হয়। বাজারের দোকানদারদের সুপেয় পানির সমস্যা সমাধানে এমপি বাজারে আরও দুইটি ডিপ টিউবওয়েল বরাদ্ধ দিয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এইচএম শাহিন ।

তিনি এ প্রতিনিধিকে জানান, বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান ও সদস্য ডাঃ দিলিপ দেবনাথ এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেন। বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য এলাকার উন্নয়নে কাজ করে চলছেন। সমস্যার কথা জানলে দ্রুত সমাধান করছেন। বাজারে দুইটি নতুন ডিপ টিউবওয়েল স্থাপন করা হলে চলমান পানির সমস্যার সমাধান হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত