পরিবার পরিকল্পনা কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ মোরেলগঞ্জ উপজেলা পরিষদ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৪:৩০ পিএম, শনিবার, ১১ জুলাই ২০২০ | ৫৩৪

বাগেরহাট জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯-২০ সালে শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ। শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ স্বীকৃতির এ ক্রেষ্ট প্রদান করা হয়।

‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তরের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম-বাচ্চু।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন ।


পরে উপজেলার শ্রেষ্ঠ এফডব্লিউএ আবিদা সুলতানা রিমি, এফপিআই মহিউদ্দিন মিঠু, এফডব্লিউভি আজমেরি খানম, এসএসসিএমও আফরোজা পারভিন, শ্রেষ্ঠ ইউনিয়ন মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ও শ্রেষ্ঠ কল্যান কেন্দ্র রমাচন্দ্রপুর ইউনিয়নকে ক্রেষ্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত