বাগেরহাটে পুষ্টি উন্নয়নে সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:৪০ এএম, রোববার, ২৮ জুন ২০২০ | ১২৫১

বাগেরহাটে পুষ্টিমান উন্নয়নে শনিবার দিনব্যাপী সিএসও পরামর্শক সভা অনুষ্টিত হয়েছে। অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ধানসিড়ি প্রশিক্ষণ কেন্দ্রে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে বাস্তবায়িত অনুষ্টিত এ সভায় অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, হেলপ বাগেরহাটের নির্বাহী ফরিদা আক্তার বানু।

‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’-এর আওতায় বাগেরহাট জেলার কচুয়া, শরণখোলা, মোংলা ও মোল্লাহাট উপজেলায় রুপান্তরের উদ্যোগে কাজ শুরু হচ্ছে। সিএসও কমিটি -এর আওতায় রূপান্তরের আয়োজনে এ সভায় প্রকল্প সমন্বয়কারী খালেদা হেসেন মুন অংশগ্রহনকারীদের সামনে প্রকল্প উপস্থাপন করেন এবং বাগেরহাট জেলার পুষ্টির অবস্থান এবং সিএসও প্লাটফর্ম গঠনের সার্বিক বিষয় উপস্থাপন করেন এ্যাডভোকেসী সিএসও এন্ড ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তছলিম আহমেদ টংকার।

সভায় বক্তব্য রাখেন, নারীনেত্রী তানিয়া খাতুন, এ্যাড. পারভীন আহমেদ, অবনিশ চক্রবর্ত্তী সোনা, আব্দুল কবির খান, মূখার্জী রবীন্দ্রনাথ, এ্যাড. মিলন ব্যানার্জী, কল্লোল সরকার, মন্জুরুল হক মিলন প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত