বাগেরহাট এনডিএফ বিডি’র অনলাইন  বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:১৭ পিএম, বুধবার, ১৭ জুন ২০২০ | ৪১৫

বিতর্কের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) বাগেরহাট জেলার আয়োজনে অনুষ্ঠিত হলো অনলাইন বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২০। "তুমি এসেছিলে বলে." প্রতিপাদ্য নিয়ে প্রতিযোগিতার উদ্ধোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম।

এনডিএফ বিডি খুলনা অঞ্চল মডারেটর মোঃ তাকদীরুল গনীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনডিএফ বিডি প্রধান উপদেষ্টা প্রফেসর আব্দুর রব চৌধুরী, এনডিএফ বিডি বাগেরহাট জেলা উপদেষ্টা ফারহানা আক্তার, আয়োজনের আহবায়ক এনডিএফ বিডি বাগেরহাট জেলা সমন্বয়ক আবিদা সুলতানা প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে করোনাকালে অনলাইনে এনডিএফের এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানান, এবং সব সময় এমন আয়োজনে সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বিতর্কের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেলার সকল উপজেলায় যুক্তির আলোয় আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

প্রতিযোগিতায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন এনডিএফ বিডি খুলনা জোনের পরিচালক কাজী সাইদ ইকবাল চয়ন ও উপ পরিচালক তাসনীম দিবা চৌধুরী।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসমীয়া তাহমিদ আপন, ২য় স্থান লাভ করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাফি মল্লিক ও ৩য় স্থান লাভ করেন আল ইসলাম একাডেমী বাগেরহাটের আফিয়া তাসনীম মিলি। প্রতিযোগিতার আয়োজক হিসেবে ছিলেন রেদওয়ান,রশ্নি ও নিয়াজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত