স্থানীয় প্রভাবশালীদের সেচ্ছাচারিতায় নবাগত এ শিশুর পিতৃ পরিচয় পাচ্ছেনা বলে অভিযোগ

মোংলায় যুবতীকে ধর্ষন : ৫মাসের “অন্তঃসত্বা”

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৩:৫৮ পিএম, রোববার, ২৬ এপ্রিল ২০২০ | ১৯১৬

মোংলায় অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে প্রশাসনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে অসহায় এক যুবতী। এলাকার স্থানীয় প্রভাবশালীদের সেচ্ছাচারিতার কারনে অনাগত এ শিশুর পিতৃ পরিচয় পাচ্ছেনা বলেও অভিযোগ উঠেছে। তবে ওই যুবতীর দাবি, এলাকার আয়নাল নামের যুবক তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর করে ধর্ষন ও অবৈধ মেলামেশায় ৫মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরেছে স্বামী পরিত্যক্তা ওই যুবতী।

মোংলা উপজেলার চাদঁপাই ইউনিয়নের নারকেলতলা এলাকার আয়নাল নায়েন ওই যুবক এ ঘটনা মিথ্যা ও যুবতীকে নষ্ট বলে আখ্যায়ীত করে অপবাদ রটায়। সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


নির্যাতিতা ওই নারীর পরিবার সুত্রে ও খোজ নিয়ে জানা যায়,মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা আবাসনে স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে বসবাস করতেন কৌইন বিশ্বাস। অভাবের সংসার তাদের, বাবা-মাও বৃদ্ধ, দীর্ঘদিন যাবত অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ ও পানি বহন করে জীবিকা নির্বাহ করে আসছিল অসহায় কৌইন বিশ্বাসের মেয়ে ওই যুবতী (২২)। একই এলাকার স্থানীয় জনৈক কোরবান মল্লিকের ছেলে আয়নাল (৪০) এর কুনজরে পরে সে। তাকে অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোর পুর্বক ধর্ষন করে। পরে তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ শারীরীক সম্পর্ক গড়ে তোলায় ৫মাসের অন্তঃসত্তা¡ হয়ে পরে ওই যুবতী।

তবে প্রতিবেশী যুবক আয়নালকে এ কাজে বাঁধা প্রদান করলেও তাকে ভয়ভীতি দেখাতেন বলেও যুবতীর অভিযোগ করেন। দিনের পর দিন এ অবৈধ মেলামেশায় অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা এলাকায় জানাজানি হলে জনমনে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রভাবশালী একটি মহল তাকে সুবিচার পাইয়ে দেয়ার নাম করে বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের মাঝে ঘটনাটি প্রায় ৬দিন অতিবাহিত হলেও মোটা অংকের টাকার বিনিময় এটিকে ধামাচাপা দেয়ার চেষ্টায় ব্যার্থ হয় প্রভাবশালী ওই মহলটি। স্থানীয় ইউপি মেম্বারের সাঙ্গপাঙ্গরা টাকার বিনিময় ওই নারীর গর্ভপাত করানোর চেষ্টা করলেও ডাক্তারের চাপের মুখে তা ব্যার্থ হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। এক পর্যায় লোকলজ্জায় ভয়ে কাউকে কিছু না বলে পরিবারের সদস্যরা ইউপি মেম্বারের কাছে বিচারের দাবি জানায়। তবে বিষয়টি সমাধান না করে এব্যাপারে কোথাও কোন অভিযোগ না করার নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলেও জানায় ভুক্তভোগীর পরিবার। অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবী তুললে বিষয়টি স্থানীয় সমাজপতিরা নারীকে সমাজে নষ্টা বলে আখ্যা দিলে অসহায় যুবতী এখন নিরাপত্তা হীনতায় দিন কাটছে।


এনিয়ে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। শনিবার দুপুরে বিষয়টি সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল)কে জানালে তদন্ত সাপেক্ষে দোষির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হয়।

নারকেলতলা আবাসনের সভাপতি ও সাধারন সম্পাদক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায়, গত ৫দিন পুর্বে এঘটনা নিয়ে লোকমুখে শুনেছি তবে মেয়েটি অনেক জায়গায় কাজ করে, কার মাধ্যমে হয়েছে সেটা আমাদের অজানা। তবে স্থনীয়দের দাবী, একটি মহল মেয়েটিকে নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। এসব অনৈতিক কার্যকলাপের সুষ্ঠ তদন্ত পুর্বক এলাকায় ব্যাভিচার বন্ধের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

¯া’নীয় ইউপি মেম্বার হারুন মল্লিক বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায়, যুবতীর গর্ভপাত করানোর জন্য নয়, বিষয়টি যাচাই করার জন্য আমার স্ত্রী (রুবি বেগম) তাকে পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে গেছিল।

সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, শনিবার মেয়েটি ও তার পরিবারের সদস্যরা আমাকে মৌখিক ভাবে জানিয়েছে, তবে এলাকায় তাকে নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে এবং লিখিত আবেদন করার জন্য বলা হয়েছে। ওই এলাকায় পুলিশও পাঠানো হয়েছে, আবেদন পেলেই মামলা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত