ভ্রাম্যমান আদালত

ফকিরহাটে এ্যাম্বুলেন্সে যাত্রীবহনে চালককে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:২৭ পিএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | ৬০৮

ফকিরহাটে করোনা ভাইরাসে সরকারের ঘরে থাকা নির্দেশ অমান্য করে এ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন করার অপরাধে দুই এ্যাম্বুলেন্স চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের উপজেলার টাউন নওয়াপাড়ার তৃপ্তি পেট্রোল পাম্পের সামনে এই জরিমানা আদায় করা হয়।

স্থানীয়রা জানান, সরকারের ঘরে থাকা নির্দেশ অমান্য করে কিছু দিন যাবৎ বেশ কয়েকজন চালক এ্যাম্বুলেন্সে করে যাত্রী পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে (চট্ট্রগ্রাম-ছ-৭১-০০৩০ ও ঢাকা-ছ- ৭১-২২৫৬) দুই চালককে ৫০০ টাকা করে ১হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম রহিমা সুলতানা বুশরা। এসময় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাহালম সহ পুলিশ সদস্যরা আদালতকে সহযোগীতা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত