“সড়ক দুর্ঘটনা প্রতিরোধে”

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের র‌্যালী 

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:৫৯ পিএম, শনিবার, ২২ অক্টোবর ২০২২ | ৩৫৭

বাংলাদেশ হাইওয়ে পুলিশ বাগেরহাটের কাটাখালী থানার আয়োজনে এবং হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চল ফরিদপুর রিজিয়ান এর সার্বিক নির্দ্দেশনায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষে “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২” পালন ও সড়ক-মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা শনিবার (২২শে অক্টোবর) সকাল ১০টায় কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়েছে।


কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এস,আই) মোঃ আব্দুল খালেক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক যথাক্রমে (এ.এস.আই) মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শুকুর মুন্সি, মোঃ মশিউর রহমান, মোঃ সেলিম রাজু, শ্রমিকনেতা মোঃ দীন মোহম্মদ, রেজাউল করিম, সেলিম শেখ, হুমায়ুন কবির, মোঃ মহিবুল্লাহ, মোঃ ইমরান হোসেন, মোঃ রুবেল মোল্লা, মোঃ মিকাইল হোসেন ও শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ এই কাটাখালী বাসস্ট্যান্ডে গণসচেতনতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যাক চালক শ্রমিক পরিবহন মালিক ও একাধিক সংগঠনের শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন(পিকেএ)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত