রামপালে বিএনপি নেতার খাদ্য সহায়তা প্রদান অব্যহত

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:৩৯ পিএম, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | ৪৭৪

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ১০টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তার পাশাপাশিু খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুল্লাহ আজমীর মাধ্যমে কর্মহীন হয়ে পড়া দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে রামপাল ও মোংলা উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভায় এ খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কাজী জাহিদুল ইসলাম, ফরিদুল ইসলামের ছোট ভাই শেখ ফিরোজ কবিরসহ বিএনপি’র নেতৃবৃন্দ। উল্লেখ্য ইতিমধ্যে বাইনতলা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া সুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা) এর দুঃস্থ ও কর্মহীন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য নিরলসভাবে সহযোগীতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ জন্য তিনি সমাজের সকল স্তরের বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত