হোম কোয়ারেন্টাইনে না থাকায় চিতলমারীতে ২ প্রবাসীর অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:০৩ পিএম, শনিবার, ২১ মার্চ ২০২০ | ১৪৬০

বাগেরহাটের চিতলমারীতে হোম কোয়ারেন্টাইনে না থাকায় সদ্য ওমান থেকে আসা দুই প্রবাসী যুবককে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কড়া নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম বাগেরহাট২৪কে বলেন, উপজেলার চরবড়বাড়িয়া গ্রামের মাখন বৈরাগীর ছেলে আকাশ বৈরাগী (৪০) ও চিংগড়ী গ্রামের বেলায়েত শেখের ছেলে এরশাদ শেখ ( ৩৫) গত ৪-৫ দিন আগে ওমান থেকে বাড়িতে আসে। তারা বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাদে ঘুরাফেরা করছিল।

খবর পেয়ে ওই এলাকায় গিয়ে তাদের দুই জনকে সরকারী নির্দেশ অমান্য করায় দায়ে একজনকে ৫ হাজার ও অপর জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কড়া নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত