কর্তৃপক্ষ বলছে গুজব

শরণখোলায় করোনা আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালাচ্ছে রোগী

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ১০:৪৯ পিএম, সোমবার, ১৬ মার্চ ২০২০ | ৪৩২

করোনা আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়ে যাচ্ছে রোগী। যেখানে প্রতিদিন নিয়মিত ২৫ থেকে ৩০জন রোগী ভর্তি থাকতো। সেখানে এখন প্রায় ফাঁকা হয়ে গেছে ওয়ার্ডগুলো। এ দৃশ্যটি বাগেরহাটের শরণখোলা উপজেলার ৫০শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের। সোমবার বিকেল ৫টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় রানী-শিশুসহ মাত্র ১১জন রোগী ভর্তি রয়েছে হাসপাতালে।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ অন্যান্য দিনের তুলনায় নিয়মিত রোগী কিছুটা কম বলে স্বীকার করলেও করোনা আতঙ্কে রোগী পালানোর বিষয়টি গুজব বলে মন্তব্য করেন। তারা বলেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা স্বাভাবিকই আছে।

গত রবিবার সকালে ভারত থেকে আসা ব্যক্তি করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে হাপাতালে ভর্তি হন। এ খবর ছড়িয়ে পড়ায় ভর্তি অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এরপর গোপনে যে যার মতো হাসপাতাল থেকে পালিয়ে যেতে থাকে।

সরেজমিনে দেখা যায়, মহিলা ওয়ার্ডের দুটি কক্ষের ২২টি বেডে ফরিদা বেগম (৫০) নামের একজন রোগী রয়েছেন। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে সোমবার সকালে ভর্তি হন। ডায়রিয়া ওয়ার্ডের ৮টি বেডের মধ্যে নয় মাস বয়সের ফারহানা রয়েছে শুধু। পুরুষ ওয়ার্ডের ১৩টি বেডে রোগী আছে মাত্র সাত জন। তাদের মধ্যে কেউ দুর্ঘটনায় আহত আবার কেউ বেশি অসুস্থ হওয়ায় আতঙ্ক থাকলেও হাসপাতাল ছেড়ে যায়নি।

হাসপাতালের কয়েকজন স্টাফ নাম-পদবী গোপন রাখার শর্তে জানান, করোনা রোগী ভর্তি হওয়ার খবর শুনেই অন্য রোগীরা হাসপাতাল ছাড়তে থাকে। তাদেরকে কোনোভাবেই আটকানো যায়নি। দুদিনে কমপক্ষে ২০জন রোগী পালিয়ে গেছে। বেশি অসুস্থ যারা তারাই শুধু রয়েগেছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) এসএম ফয়সাল আহমেদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, করোনা সন্দেহভাজন রোগী আইসোলেশন সেন্টারে রয়েছে। তার অবস্থা স্বাভাবিক আছে। করোনা আতঙ্কে রোগী পালানোর বিষয়টি সম্পূর্ণ গুজব। তবে, রোগীর সংখ্যা আগের তুলনায় কিছুটা কম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত