‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রেস ব্রিফিং

এস এস সাগর, চিতলমারী

আপডেট : ০৯:২২ পিএম, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ | ৪৫১

‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের উপ-পরিচালক মোঃ আলী সিদ্দিকী।

লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, জনবলের অভাবে বিশ্বের অনেক দেশের অর্থনীতির চাকা অচল হয়ে পড়েছে। সে সব দেশ অন্য দেশ হতে জনশক্তি নিয়ে তাদের অর্থনীতিকে সচল রাখছে। এ সুযোগ কাজে লাগিয়ে ১৯৭৬ সাল হতে বাংলাদেশ বিদেশে জনশক্তি প্রেরণ শুরু করে। বর্তমান বিশ্বের ১৭৩ দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা বছরে গড়ে ১ লাখ ৬০ হাজার কোটি টাকার অধিক দেশে পাঠায়। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সেই গতিকে আরো বাড়াতে সরকার দেশের ৪৯২ টি উপজেলা থেকে প্রতিবছর ৪ লাখ ৯২ হাজার যুকব-যুবতীকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে বিদেশে পাঠানোর জন্য। এ লক্ষে সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভাগীয় প্রধান এম এ বাকী, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ রিয়াজ শরীফ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল, বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ সরদার ও চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায় মোঃ নজরুল ইসলাম।

এ সময় চিতলমারী উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত