মোংলা বন্দরে বিদেশী নাবিকদের সংঘর্ষে ১জনকে ছুরিকাঘাত

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৭:৪১ পিএম, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ | ৬১৭

মোংলা বন্দর চ্যানেলের অদুরে হিরনপয়েন্ট এলাকায় থাকা একটি থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে থাই নাবিকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে এক থাই নাবিক ছুরিকাঘাত হয়েছে। আহত নাবিকের অবস্থা আশংকাজনক।

জাহাজের ক্যাপ্টেন ও স্থানীয় শিপিং এজেন্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মোংলা বন্দরের প্রবেশ মুখে হিরনপয়েন্ট এলাকায় অবস্থানরত এলপি গ্যাস নিয়ে আসা থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ওটি চিনা-৮ এর দুই নাবিকের মধ্যে বাক বিতন্ড হয়ে এক পর্যায় সংঘর্ষ লিপ্ত হয়। এই সময় জাহাজের বোচন (সারেং) মিঃ পিজা (৪৫) ক্ষিপ্ত হয়ে অপর নাবিক পেনি ওয়াং (২২)কে এ্যালো পাথারি ভাবে ছুরিকাহত করে।

স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ সার্ভিস শুক্রবার সন্ধ্যায় আহত নাবিককে উন্নত চিকিৎসার জন্য মোংলায় নিয়ে আসে। ঘটনাস্থল ও সংশ্লিষ্টরা বিদেশী হওয়ার কারণে প্রথমে তাদের মোংলা থানায় রিপোর্ট করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত নাবিক কে খুলনায় নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত