ধর্মীয় গুরু নিত্যানন্দ ব্রক্ষচারীর পরলোক গমন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:২৪ পিএম, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ | ৫৯৩২

সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দুই বাংলার আধ্যাতিক ধর্মীয় গুরু নিত্যানন্দ ব্রক্ষচারী (৭৩)। বৃহস্পতিবার বিকেল ৪ টায় (বাংলাদেশ সময়) ভারতের রানাঘাট এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে বাংলাদেশ ও ভারতের কয়েক লাখ ভক্তের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর কারণে তার প্রতিষ্ঠিত বাংলাদেশের বাগেরহাটের চিতলমারী পিঁপড়ারডাঙ্গা বিশ্বশুক হরি-গুরুচাঁদ সেবাশ্রমের (আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারী) ৫৩তম বাৎসরিক সনাতন ধর্মের মহা সম্মেলন ¯’গিত করা হয়েছে। চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তার মামা অশোক কুমার বড়াল এ সকল তথ্য নিশ্চিত করেছেন।

অশোক কুমার বড়াল আরও জানান, নিত্যানন্দ ব্রক্ষচারী পিঁপড়ারডাঙ্গা গ্রামে ১৯৪৭ সালে জম্ম গ্রহন করেন। তার বাবার নাম মৃত কাশি নাথ রায় ও মায়ের নাম মৃত চপলা রানী রায় এবং গুরুর নাম শুক দেব ব্রক্ষচারী। বাংলাদেশে ও ভারতে তার ৬ লাখের অধিক শিষ্য ও ভক্তবৃন্দ রয়েছে। বাংলাদেশে না ভারতের উত্তর চব্বিশ পরগনার সনেকপুরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে এটা এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত