মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে নিরাপদ সড়ক চাই বিষয়ে সচেতনতা মূলকসভা

স্টাফ রির্পোটার

আপডেট : ০৮:৩০ পিএম, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ | ৬২৫

বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে নিরাপদ সড়ক সর্ম্পকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বাংলাদশে রোড ট্রান্সর্পোট অথরিটি (বিআরটিএ) এর আয়োজনে এ আলোচনা সভা অনষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক নতুন আইন সর্ম্পকে ধারনা প্রদান, ভিডিও প্রদর্শণ, প্রশ্ন-উত্তর ও লিফলেট বিতরণ করা হয়।

কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দীন রাখির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজুল করীম, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মোঃ মামুন অর রশীদ, ডাঃ শেখ আদনান হোসেন, বিআরটিএ-র সহকারী পরিচালক তানভীর আহমেদ, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা সভাপতি আলী আকবর টুটুল প্রমুখ।

বক্তারা বলনে, নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষে সবাইকে আইন মেনে চলাচল করতে হবে । আমাদের সচেতনতা সড়কে মৃত্যুর ঝুকি কমাবে। শুধু নিজেরা সচতেন হলে হবে না, নিজ নিজ জায়গা থেকে পরিবার-পরিজনসহ সবাইকে সচতেন করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত